একটা ফ্লপ সিনেমাতে সম্পুর্ন নগ্ন হয়েছিলেন কিং খান
Odd বাংলা ডেস্ক: কেতন মেহতা পরিচালিত এই ছবির একটি শয্যাদৃশ্যে শাহরুখ খানের সঙ্গে নগ্ন হয়েছিলেন দীপা শাহি। ছবিটি ছিল ‘মাদাম বোভারি’র একটি অক্ষম ভারতীয় সংস্করণ। কারন সিনেমাটি চলেনি। গুস্তাভ ফ্লবার্ট রচিত এই উপন্যাসটিও প্রথমে ধারাবাহিক হিসেবে প্রকাশিত হয় ও পরে ১৮৫৭ সালে বই আকারে। ১৯৪৯ সালে প্রথম হলিউড ছবি তবে এই উপন্যাসের প্লটের উপর ভিত্তি করে বিভিন্ন ভাষায় ছবি হয়েছে এবং সেই তালিকায় রয়েছে বলিউডও। শাহরুখ খান ও দীপা শাহি অভিনীত ছবি ‘মায়া মেমসাব’ (১৯৯৩) এই উপন্যাসেরই একটি অ্যাডাপ্টেশন।
এই ছবিতে দেখা গিয়েছিল শাহরুখের পশ্চাদ দেশ। যা রীতিমতো সংবাদপত্রে প্রকাশ পেয়েছিল। লেখা হয়েছিল হট অ্যাস। যা ছেয়ে গিয়েছিল সব নিউজ পেপারের স্টলে পরের দিন।
Post a Comment