দূষণ রোধে ৫ লক্ষ লিটার জল ছেটানো হল রাজধানীর দূষণ-প্রবণ এলাকায়
Odd বাংলা ডেস্ক: দিল্লির দূষণে জেরবার সাধারণ মানুষ। প্রবল দূষণের কারণে বিপুলভাবে ব্যহত হচ্ছে সাধারণ জনজীবন। দিল্লি ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা রবিবার দিন জানিয়েছেন, বিগত দু'দিন ধরে দিল্লির ১৩টি দূষণ হটস্পটে প্রায় ৫ লক্ষ লিটার জল ছেটানো হয়েছে। শহরের দূষণের সঙ্গে মোকাবিলা করতে দিল্লি সরকারের অনুমতী পাওয়ার পরেই শনিবার এই কাজ শুরু করা হয়।
দিল্লির যে ১৩টি হটস্পট-এ জল ছেটানোর কাজ করা হয়েছে, সেগুলি হল- রোহিনী, দ্বারকা, ওখলা ফেস ২, পাঞ্জাবী বাগ, আনন্দ বিহার, বিবেক বিহার, উজিরপুর, জাহাঙ্গীরপুরী, আর কে পুরম, বাওয়ানা, নরেলা, মুন্ডকা এবং মায়াপুরি। চিফ ফায়ার অফিসার অতুল গার্গ জানিয়েছেন, শনি ও রবিবারের মধ্যে দমকল বিভাগ চারশ'রও বেশি দমকল কর্মীকে মোতায়েন করেছিল যারা দূষণ রোধে চিহ্নিত হটস্পটগুলিতে পাঁচ লক্ষ লিটারের বেশি জল ছিটিয়ে দিয়েছিল।
তিনি জানান, শনিবার মোট ২০টি ফায়ার টেন্ডার কাজে লাগানো হয়েছে এবং আরও ফায়ার টেন্ডার মোতায়েন করা হয়েছে। অক্টোবরের শেষের দিকে থেকে দিল্লি দূষণ বিপজ্জনক আকার ধারণ করেছে।
জাতীয় রাজধানীতে সামগ্রিক বায়ু মানের সূচক (একিউআই) শুক্রবার বিকেল ৪টের সময়ে ৩১২ থেকে নেমে ২৩৪ হয়। প্রসঙ্গত, এই সূচকটি ২০০-৩০০-এর মধ্যে থাকলে তা 'খারাপ', ৩০১-৪০০-এর মধ্যে থাকলে তা 'খুব খারাপ' এবং ৪০১-৫০০-এর মধ্যে থাকলে তা 'গুরুতর' হিসাবে বিবেচনা করা হয়।
Post a Comment