বজরঙ্গী ভাইজানের ছোট্ট মুন্নি-কে মনে আছে? দেখুন কত বড় হয়ে গিয়েছে সে...
Odd বাংলা ডেস্ক: সলমন খান অভিনীত সেই বিখ্যাত ছবি বজরঙ্গী ভাইজান-এর ছোট্ট মুন্নির কথা মনে আছে। ছবিতে সলমন খান করিনা কাপুর, নওয়াজউদ্দিন সিদ্দিকি পাশাপাশি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিল ছোট্ট মুন্নি। দুর্ভাগ্য ক্রমে সেই পাকিস্তানি বোবা মেয়েটি চলে এসেছিল ভারতে। তাকে তার বাড়ি পাকিস্তানে ফিরিয়ে দেওয়ার মরিয়া চেষ্টা করতে থাকে বজরঙ্গী, আর তাকে কেন্দ্র করেই আবর্তীত হতে থাকে গল্পের মোড়।
সেই ছবিতে সেই ছোট্ট মুন্নির চরিত্রে অভিনয় করেছিলেন হনশালী মালহোত্রা। ছবিতে তার মুখে কোনও সংলাপ ছিল না বটে, কিন্তু তার নিস্পাপ মুখ এবং অসামান্য অভিনয় দক্ষতার কারণে তাঁরা অভিনয় সর্বস্তরে প্রশংসিত হয়েছিল। ছবিতে অভিনয় করার সময় হনশালীর বয়স ছিল মাত্র ৭ বছর। তবে ছবি মুক্তি পাওয়ার পর পেরিয়ে গিয়েছে চার বছর। এখন তার বয়স ১২ বছর। ইন্সটাগ্রামে তাঁর যে প্রোফাইলটি রয়েছে তা পরিচালনা করেন তাঁর মা কাজল মালহোত্রা।
আর সেই প্রোফাইলে তিনি হনশালীর বেশকিছু ছবি আপলোড করেছেন, যেখান দেখা গিয়েছে আগের থেকে অনেকটাই বদলে গিয়েছে সে, আগের থেকে এখন সে আরও বেশি পরিণতষ এক ঝলকে দেখে নিন তাঁর সাম্প্রতিক ছবিগুলি-
Post a Comment