বিয়েতে হাতে AK 57 হাতে নিয়ে পোজ নবদম্পতির, ছবি ভাইরাল হতেই দায়ের হল মামলা!


Odd বাংলা ডেস্ক: ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড ইউনাইটেড NSCN(U)-এর এক বিদ্রোহী নেতার ছেলের বিয়েতে তাঁরা স্বস্ত্রীক একটি বন্দুক নিয়ে নানাকরম কায়দায় পোজ দিয়ে ছবি তুলেছিলেন। ঘটনাটি ঘটেছে নাগাল্যান্ডের দিমাপুরে। বোহোটো কিবার পুত্রের বিয়েতে এমন ঘটনা রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

NSCN(U)-এর নেতার পুত্রের বিয়ে হয় হত ২ নভেম্বর। নববিবাহিত দম্পতিকে বিয়ের দিনই অ্যাসল্ট রাইফেল একে ৫৬ এবং এম১৬ নিয়ে পোজ দিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে। নববিবাহিত দম্পতিকে বিয়ের আসরে রাইফেল প্রদর্শন করতে দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলেন বিয়ের অনুষ্ঠানে আগত অতিথিরাও। 

নাগাল্যান্ডের পুলিশ প্রধান টি জন লঙকুমার জানিয়েছেন, তিনি রাইফেল হাতে তাঁদের কোনও ছবি দেখেননি এবং এই বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে এই বিষয়ে ঊর্ধতন পুলিশ অফিসাররা জানিয়েছেন অস্ত্র আইন ১৯৫৯ অনুসারে, অবৈধ অস্ত্র প্রদর্শন করার জন্য ওই দম্পতিকে গ্রেফকার করা  উচিত। নাগাল্যান্ডের রাজ্যপাল আরএন রবি, তাঁদের কাছ থেকে ওই অবৈধ অস্ত্র বাজেয়াপ্ত করার এবং তাঁদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন। 
Blogger দ্বারা পরিচালিত.