বার সাহিব গুরুদ্বার-এ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


Odd বাংলা ডেস্ক: সারা বিশ্ব জুড়ে কয়েক হাজার শিখ পুন্যার্থীরা অপেক্ষা করছেন কার্তারপুর সাহিব করিডরের উদ্বোধনের জন্য। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাক প্রধনমন্ত্রী ইমরান খান নিজ নিজ দেশে পৃথকভাবে আন্তসীমান্ত পথটি উদ্বোধন করেছেন। শনিবার গুরুদ্বার দরবার সাহিব-এ ভিড় জমিয়েছেন শিখ ধর্মাবলম্বীরা। 


আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সকালে অমৃতসর বিমানবন্দরে পৌঁছান এবং সাহিব গুরুদ্বারে গিয়ে শ্রদ্ধা জানান। এরপর সেখান থেকে ডেরা বাবা নানক উদ্দেশে যাবেন এবং সেখানে গিয়ে তিনি কার্তারপুর করিডোরের যাত্রীবাহী টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন।


প্রায় ৫০০-এরও বেশি ভারতীয় তীর্থযাত্রীর প্রথম দল কার্তারপুর করিডোর হয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নরোওয়াল জেলার গুরুদ্বার দরবার সাহেব ভ্রমণ করবে। পাক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের তরফের করিডোরটি উদ্বোধন করবেন এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-সহ ভারতীয় শিখ তীর্থযাত্রীদের গ্রহণ করবেন বলে জানা গিয়েছে।  
Blogger দ্বারা পরিচালিত.