ভয়াবহ দুর্ঘটনায় ভেঙে পড়ল নৌবাহিনির বিমান মিগ-২৯কে, নিরাপদে পাইলটরা


Odd বাংলা ডেস্ক:  ভারতীয় নৌসেনার যুদ্ধবিমান মিগ-২৯কে আজ গোয়ার ডাবেলিম থেকে যাত্রা শুরু করার পর খানিকক্ষণ পরেই ভেঙে পড়ে। বিমানের চালকের আসনে ছিলেন পাইলট ক্যাপ্টেন এম শিওখন্ড এবং লেফটেন্যান্ট কমান্ডার দীপক যাদব। দুর্ঘটনার সময়ে তাঁরা দুজনেই নিরাপদে যুদ্ধবিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন এবং তাঁদের দুজনকেই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। 

নৌসেনার মুখপাত্র কমান্ডার বিবেক মাধওয়াল জানিয়েছেন, যুদ্ধবিমানটির ইঞ্জিনে আগুন লেগে গিয়েছিল। অন্যদিকে সংবাদ সংস্থা সূত্রে খবর, মিগ-২৯কে আকাশে ওড়ানোর সময়ে জেটের ডানদিকের ইঞ্জিনটি একটি পাখির সঙ্গে ধাক্কা লাগে। এরপর বিমানটি কার্যত ধসে পড়ে একটি নিরাপদ স্থানে। তবে এর জেরে কোনও সামরিক বা অসামরিক কোনও ব্যক্তির হতাহতের খবর পাওয়া যায়নি। 

গত জুন মাসে, একটি মিগ-৯৯কে বিমানে সমস্যার জেরে ফলে গোয়া বিমানবন্দরের কার্যক্রম ৯০ মিনিটের জন্য স্থগিত হয়েছিল। প্রসঙ্গত গোয়া বিমানবন্দরটি সামরিক এবং অসামরিক দুই ধরণের বিমানের জন্যই ব্যবহৃত হয়। 
Blogger দ্বারা পরিচালিত.