সুখবর! ব্যাঙ্ক আপনাকে এই পরিষেবা দেবে একদম ফ্রি!


Odd বাংলা ডেস্ক: ব্যাঙ্কিং পরিষেবায় বিশেষ পরিবর্তন। ডিজিটাল লেনদেনে আরও উৎসাহিত করতে নতুন পদক্ষেপ। শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের তরফে দেশের সব ব্যাঙ্ককে এক নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী বছরের শুরু থেকেই সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীদের অ্যাকাউন্ট থেকে হওয়া কোনও ন্যাশনাল ইলেকট্রনিক ট্রান্সফার (এনইএফটি) লেনদেনের জন্য কোনও মাসুল নেওয়া যাবে না। এ ছাড়াও প্লাস্টিক কার্ড লেনদেন, ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) পেমেন্ট-সহ একাধিক লেনদেন মাধ্যমকে ন্যাশনাল ইলেকট্রনিক টোল কালেকশন (এনইটিসি) ফাস্টাগের সঙ্গে সংযুক্ত করতে বলেছে রিজার্ভ ব্যাঙ্ক। এর ফলে ফাস্টাগের মাধ্যমে পার্কিং ফি, এমনকী পেট্রল পাম্পগুলিতে ফাস্টাগের মাধ্যমে সহজে লেনদেন চালু করা যাবে।
Blogger দ্বারা পরিচালিত.