স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে? এটা না করলে কিন্তু আপনার চাপ
Odd বাংলা ডেস্ক: দেশের সব থেকে বড় ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সব সময়েই গ্রাহকদের বেশি পরিমাণে স্বাচ্ছন্দ দেওয়ার জন্য নিরন্তর প্রয়াস করে থাকেন অনন্ত ব্যাঙ্কের পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েছে ৷স্টেট ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট থেকে ফিক্সড ডিপোজিট ও রেকারিং ডিপোজিট করতে পারেন গ্রাহকেরা ৷গত ১ নভেম্বর থেকে এসবিআই একটি নিয়ম জানিয়েছে অ্যকাউন্টে ১ লক্ষ টাকার কম রাখলে সুদের হার ৩.২৫ শতাংশ হারে থাকবে ৷ ন্যূনতম ব্যালান্স অ্যাকাউন্ট রাখাটা বাধ্যতামূলক ৷ ন্যূনতম ব্যালান্স রাখার বিষয়ে আলাদা নিয়ম কার্যকর হয়েছে ৷ এই ন্যূনতম ব্যালান্স রাখার ক্ষেত্রে এক এক শহরের নিয়ম এক এক রকমের ৷মেট্রো শহরে এসবিআইয়ের গ্রাহকদের প্রতি মাসে ৩,০০০ টাকা রাখতেই হবে ৷আধা শহরের গ্রাহকদের প্রতি মাসে ২,০০০ টাকা রাখতেই হবে ৷যদি অ্যাকাউন্টে মাসে ন্যূনতম ব্যালান্স না রাখলে ১০ থেকে ১৫ টাকা সঙ্গে জিএসটি চার্জ জরিমানা হিসাবে দিতে হবে ৷আধা শহরে জরিমানা হিসাবে ৭.৫ টাকা থেকে ১২ টাকা জিএসটি দিতে হবে ৷ গ্রামাঞ্চলে ন্যূনতম ব্যালান্স বজায় না রাখলে ৫ থেকে ১০ টাকা জরিমানা দিতে হবে সঙ্গে জিএসটিও দিতে হবে ৷
Post a Comment