ভরা বাজারে বিক্রি হচ্ছে মানুষের মাংস! ব্যপক চাঞ্চল্য ছড়াল নেট দুনিয়ায়
Odd বাংলা ডেস্ক: সম্প্রতি বেশকিছু ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্ট রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। কারণ ওই পোস্টে দাবি করা হচ্ছে যে, নিউ ইয়র্কের একটি রেস্তোরাঁ মানুষের মাংস বিক্রি করার লাইসেন্স পেয়ে গিয়েছে।
একাধিক আর্টিকেলে এও বলা হয়েছে যে, নিউ ইয়র্কের স্কিন নামে একটি রেস্তোরাঁ নরখাদক বিরোধী আইন সম্পর্কিত বিষয়ে রাজ্য ও ফেডারেল সরকারের কাছে আবেদন করার পর রেস্তোরাঁটি মানুষের মাংস বিক্রি করার লাইসেন্স পেয়ে গিয়েছে। এমনকি স্কিনের মালিক একজন ফোর স্টার শেফ মারিও ডোকরি দাবি করেছিলেন, প্রজাতি হিসাবে খাদ্যশৃঙ্খলের সবচেয়ে উপরে বিরাজ করছে মানুষ। আর এই মানুষের মাংস খাদ্য হিসাবে পরিবেশন করার জন্য তাঁকে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। অবশেষ সরকারও এই বিষয়টিকে ঠিক বলেই মেনে নিয়েছে।
এ নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে যে, এই বিষয়টি সর্বৈব মিথ্যা। একটি বিনোদন ওয়েবসাইটে এই বিষয়ে ২০১৬ সালে একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছিল, যা নিতান্তই মজার ছলে। আর নেটিজেনরা এই পোস্টটি শেয়ার করে এবং একে সত্য বলে ধরে নেওয়ার ফলে স্বভাবতই এনিয়ে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এম্পায়ার নিউজ ডট নেট নামে ওই বিনোদনমুলক ওয়েবসাইট-এর তরফে এও দাবি করা হয় যে, নেহাত বিনোদনের জন্য তাঁরা বিভিন্ন কাল্পনিক বিষয়ের ওপর খবর বানিয়ে থাকে। বিভিন্নক্ষেত্রে সাধারণ মানুষের ছবি ব্যবহার করে বিভিন্ন সেলিব্রিটি প্যারোডি ইত্যাদি ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে ব্যবহার করে থাকে। এই খবরও এই একই উদ্দেশে লেখা হয়েছিল, যার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।
Post a Comment