মিলো ও অস্কারের দেখাশোনার জন্য লোক দরকার, বেতন ২৯ লক্ষ টাকা!!!


Odd বাংলা ডেস্ক: বাড়িতে ছোট সন্তান জন্ম নিলে অনেক বাবা-বা-ই তাকে দেখাশোলনা করার জন্য আয়া রাখেন। কারণ আজকের ব্যস্ত জীবনে সকলের হাতেই সময় খুব কম। কিন্তু সন্তানের বেড়ে ওঠায় আপস করেন না কেউই। একইরকম সমস্যা হয় যদি বাড়িতে পোষ্য থাকে। অনেকসময়ে এমনও হয় বাড়িতে কেউ না থাকলে পোষ্যদের রাখাটা খুব মুশকিল হয়ে যায়। 

তবে বাড়ির পোষ্যদের দেখাশোনা করার জন্য ঠিকঠাক লোক পাওয়াটা খুব মুশকিল, কারণ সারমেয়দের দেখাশোনা করতে পারে সেই অভিজ্ঞতা রয়েছে এমন মানুষ খুঁজে পাওয়ই কঠিন। তবে লন্ডনের এক দম্পতি তাঁর প্রিয় দুই সারমেয় মিলো এবং অস্কারের দেখাশোনা  করার জন্য এমন একজনকে খুঁজছেন যে তাদের খুব ভাল করে যত্ন নিতে পারবে। 

সম্প্রতি একটি রিক্রুটমেন্ট ওয়েবসাই সিলভার সোয়ান সার্চ-এ দেওয়া একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছে, এক দম্পতিকে বছরের বেশিরভাগ সময়েই কাজের জন্য বাইরে বাইরে ঘুরতে হয়। তাই তাঁরা তাঁদের পোষ্যের জন্য এমন কাউকে খুঁজছেন যাঁরা তার দেখাশোনা করতে পারেন। আর এর সবথেকে আকর্ষণীয় বিষয়টি হল এর বেতন। বেতন হিসাবে দেওয়া হবে ৪১,০০০ ডলার, ভারতীয় মূল্যে যার অর্থ ২৯,৩৯,৯২৫ টাকা। সেইসঙ্গে লন্ডন টাউনহাউসে বিনামূল্যে একটি আবাসনও পাওয়া যাবে। তবে এই কাজের জন্য আপনাকে যেমন সারমেয়দের প্রতি যত্নবান হতে হবে তেমনই নিজেকেও থাকতে হবে ফিট। 

তবে আপনি যদি এও ভেবে থাকেন যে সারমেয়দের দেখাশোনা করলেই মাসের শেষে মোটা অঙ্কের চেক আপনি পেয়ে যাবেন, এমনটা নয়। পাশাপাশি আরও যা যা কাজ আপনাকে করতে হবে সেগুলি হল- 
Image Source- 9GAG

এইসব কাজে যদি আপনি সচ্ছন্দ্য হন তাহলে আর কেউ আপনাকে লাখপতি হওয়ার হাত থেকে আটকাতে পারবে না। 

Blogger দ্বারা পরিচালিত.