নরেন্দ্র মোদীর বিদেশ সফরে গত ৩ বছরে খরচ হয়েছে ২৫৫ কোটি টাকারও বেশি!
Odd বাংলা ডেস্ক: গত তিন বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরে চাটার্ড বিমানের ভাড়া বাবদ ২৫৫ কোটি টাকারও বেশি খরচ হয়ে গিয়েছে- সম্প্রতি রাজ্যসভায় পেশ হল এমনই রিপোর্ট।
একটি লিখিত জবাবের ভিত্তিতে বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলিধরণ জানিয়েছেন, ২০১৬-'১৭ সালে চাটার্ড বিমানে খরচ হয়েছে ৭৬.২৭ কোটি টাকা, ২০১৭-'১৮ সালে খরচ হয়েছে ৯৯.৩২ কোটি টাকা। ২০১৮-'১৯ সালে খরচ হয়ে গিয়েছে ৭৯.৯১ কোটি টাকা এবং ২০১৯-'২০ সালের খরচের হিসাব এখনও পাওয়া যায়নি। ২০১৭-১৭ সালে হট লাইন পরিষেবার ক্ষেত্রে খরচ হয়ে গিয়েছে ২,২,৭৫,৪৫১ টাকা, এবং ২০১৭-১৮ সালে খরচ হয়েছে, ৫৮,০৬,৬৩০ টাকা।
অন্যদিকে, দেশের অভ্যন্তরে প্রধানমন্ত্রীর সফরের জন্য কত টাকা খরচ হয়েছে- এই প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভিভিআইপি এবং ভিআইপিদের ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার বা উড়ান ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। সরকারি নিয়মানুসারে, সরকারি সফরের জন্য ভারতীয় বায়ুসেনার উড়ান ব্যবহারের ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে কোনও অর্থ প্রদান করতে হয় না।
Post a Comment