সোনার মতোই দাম টমেটোর, তাই বিয়েতে সোনা ছেড়ে টমেটোর গয়না পড়েছেন পাকিস্তানি নববধূ!


Odd বাংলা ডেস্ক: প্রতিদিনের রান্নার একটি অন্যতম প্রধান উপকরণ হল টমেটো। আর সেই টমেটোর হার, কানের দুল এবং টিকলি পরে বিয়ের পিড়িতে বসলেন নববধূ। ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। তাঁর অভিনব এই সাজগোজ দেখে পাকিস্তানের অর্থনৈতির করুণ অবস্থাকে কটাক্ষ করল নেটিজেনরা। 

বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ দিনে সাবেক গয়নার পরিবর্তে টমেটোর তৈরি নেকলেস, টিকলি, কানের দুল বেছে নিয়েছিলেন। একটি সাক্ষাতকারে ওই নববধূ জানিয়েছেন, তাঁর পরিবারের তরফ থেকে তাঁকে তিন বাক্স ভর্তি টমেটো দেওয়া হয়েছিল। সূত্রের খবর, পাকিস্তানে টমেটোর দাম কেজি প্রতি ৩০০ টাকা। ইরান, আফগানিস্তান এবং ভারত থেকে টমেটোর আমদানি নিষিদ্ধ করার পর থেকেই পাকিস্তানে টমেটোর দাম এতচাই বৃদ্ধি পেয়েছে। আর সেইকারণে ওই নববধূ জানিয়েছেন, টমেটোর যা দাম তা প্রায় সোনার সমান। তাই সোনা ছেড়ে টমেটোর গয়না পরেছেন তিনি। 
Blogger দ্বারা পরিচালিত.