গেরুয়া রঙ দেখে মন্দির ভেবে শৌচালয়ের সামনেই পুজো করলেন সাধারণ মানুষ!


Odd বাংলা ডেস্ক: রজ্জুতে সর্পভ্রম- একথা আগে শুনেছেন কিন্তু শৌচালয়ে মন্দিরভ্রম একথা কখনও শুনেছেন! সম্প্রতি এমনই অবাক করা ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। হামিরপুর জেলার মৌদহ এলাকার বাসিন্দারা একটি কমিউনিটি হেল্থ সেন্টার প্রাঙ্গনে একটি ভবনের বাইরে হাত জোড় করে দাড়িয়ে আছেন শুধু তাই নয় ধুমধাম করে পুজার্চনাও করছেন। 

পরে তারা অবশ্য জানতে পারেন যে গেরুয়া রঙের যে বাড়ির সামনে তারা এত কষ্ট করে পুজো-প্রার্থনা করছিলেন সেটি আসলে একটি শৌচালয়! বিষয়টি জানতে পেরে অবশ্য তারা একটা বড় ধাক্কা পেয়েছিলেন।একটি সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত খবরে বলা হয়েছে, গেরুয়া রঙের কারণেই এলাকাবাসীদের মনে এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এই ঘটনার পরে অবশ্য বাড়িটির রঙ গোলাপি করে দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত প্রায় এক বছর আগে এই শৌচালয়টির উদ্বোধন করা হলেও এখনও সেটি চালু হয়নি। ওই শৌচালয়ের পাশে হানি সিং নামে এক ব্যক্তি দোকান চালান, তাঁর কথায়, বাড়িটির রঙের কারণে অনেকে এটিকে মন্দির ভেবে ভুল করেন, হাত জোর করে প্রণামও করেন। কিন্তু রঙ বদলে দেওয়ার পর আর মানুষের এই ভুল হবে না বলেই মনে করছেন তিনি। 
Blogger দ্বারা পরিচালিত.