প্রিন্টার খারাপ, তাই পেট্রাপোলের ভারত-বাংলাদেশ সীমান্তে বন্ধ আমদানি ও রপ্তানি
Odd বাংলা ডেস্ক: এক্সপোর্ট অফিসে প্রিন্টারের অভাবে বনগাঁর পেট্রাপোল সীমান্তে আমদানি ও রপ্তানির কাজ বন্ধ হয়ে আছে। এরফলে প্রতিদিন কয়েক হাজার কোটি টাকার ব্যাবসা মার খাচ্ছে সীমান্তে। গত ৩০ অক্টোবর থেকে বন্ধ রয়েছে আমদানি ও রপ্তানির কাজ। এর ফলে শনিবার দুপুর পর্যন্ত পেট্রাপোল সীমান্তে প্রায় ১৮০০ পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে। এছাড়া বনগাঁ পৌরসভার পার্কিং জোনেও প্রায় এক হাজার পণ্যভর্তি ট্রাক গত ৪ দিন ধরে সীমান্তে যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে।
সীমান্তে কর্মরত ক্লিয়ারিং এজেন্টরা জানিয়েছেন, এখনো পর্যন্ত কোন সমাধান সূত্র মেলেনি। কবে প্রিন্টার আনা হবে তাও পরিষ্কার করে বলতে পারেননি সি ডব্লিউসি’র ম্যানেজার দেবদূত দত্ত। জানা গেছে, তিনটি প্রিন্টার থাকলেও অন্য দুটি আগেই বিকল হয়ে রয়েছে। অভিযোগ একমাত্র সচল মেশিন দিয়েই কাজ চলছিল। সেটিও বিকল হয়ে যাওয়ায় এই বিপত্তি। কোটি কোটি টাকার আর্থিক ক্ষতি দেশের। নষ্ট হচ্ছে শ্রমদিবস।
Post a Comment