সাংবাদিকের ওপর পুলিশের কাঁদানে গ্যাস, তবু কাজ থামালেন না


Odd বাংলা ডেস্ক: বিক্ষোভের খবর করতে গিয়েছিলেন আল জাজিরার টিভি সাংবাদিক তেরেসা বো। রাস্তায় দাঁড়িয়ে ক্যামেরার সামনে। কথা বলার সময় তাঁর মুখে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। কিন্তু তার পরেও কাজ থামাননি তিনি। এক হাতে চোখ চেপে ধরে, অন্য হাতে বুম নিয়েই পিটুসি দিতে থাকেন তিনি। সেই ঘটনার ভিডিয়ো এখন ভাইরাল নেটদুনিয়ায়। ওই সাংবাদিকের কর্তব্যনিষ্ঠায় মোহিত নেটিজেনরা। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বোয়ের মুখে কাঁদানে গ্যাস ছুড়ে চলে গেলেন এক পুলিশকর্মী। সঙ্গে সঙ্গে নিজের বাঁ-হাত দিয়ে চোখ চেপে ধরেন তিনি। ডান হাতে বুম। ওই অবস্থাতেই তিনি বলে চলেন, ‘‘আমরাই একমাত্র রাস্তায় দাঁড়িয়ে রিপোর্টিং করছি। দেখাচ্ছি, কী ঘটছে এখানে। দেখাচ্ছি বলিভিয়ার পুলিশ কী রকম আচরণ করছে।’’
Blogger দ্বারা পরিচালিত.