পরমাণু বোমা বয়ে নিয়ে যাবে ভারতের পৃথ্বী-২, সফল হল উৎক্ষেপণ


Odd বাংলা ডেস্ক: পরমাণু বোমা বয়ে যাওয়ার জন্য ভারত তৈরি করে ফেলেছে পৃথ্বী-২। প্রায় ৩৫০ কিলোমিটার দূরে পর্যন্ত পরমানু অস্ত্র দিয়ে আঘাত হানতে পারবে এই ক্ষেপনাস্ত্র। বুধবার সন্ধ্যে ৭ থেকে ৭টা ১৫ মিনিটের মধ্যে ওড়িশার সমুদ্র উপকূলের চাঁদিপুর টেস্ট রেঞ্জ থেকে মাটি কাঁপিয়ে একই সঙ্গে ছোড়া হয় দু’টি পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্র। রাতের অন্ধকারে এই দুই পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের দক্ষতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য পরপর দু’টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়। দু’বারেই সফল হয়েছে পৃথ্বী-২। চাঁদিপুর টেস্ট রেঞ্জ থেকে বঙ্গোপসাগরের বুকে ৩৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল নিশানায় আঘাত হানে এই ক্ষেপণাস্ত্র। গোটা উৎক্ষেপণ পর্বে পুরো এলাকাতেই ভারতীয় সেনার নজরদারি ছিল। তদারকিতে ছিলেন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) বিজ্ঞানীরাও। 
Blogger দ্বারা পরিচালিত.