দীর্ঘদিনের লিঙ্গবৈষম্যের অবসান, পঞ্জাবের স্বর্ণমন্দিরে এবার থেকে গান গাইতে পারবেন মহিলারাও


Odd বাংলা ডেস্ক: দীর্ঘদিনের বৈষম্যের অবসান হল অবশেষে। সম্প্রতি পঞ্জাব বিধানসভা সর্বসম্মতিক্রমে অকাল তখত্ এবং শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি (এসজিপিসি)-কে অনুরোধ করেছে যাতে তারা অমৃতসরের স্বর্ণ মন্দিরে মহিলাদের গান গাওয়ার অনুমতী দেন।

রাজ্যের এক মন্ত্রী ত্রিপত রাজেন্দ্র সিং বাজওয়া জানিয়েছেন, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকদেব তাঁর সারাজীবন কিন্তু বর্ণ এবং লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে এসেছেন, এবং এই বৈষম্য মহিলাদের প্রতিও শেষ হওয়া উচিত। প্রসঙ্গত, অকালি নেতা দাবি, ধর্মীয় আচরণবিধি অনুসারে শিখ মহিলাদের 'দরবার সাহিব'-এ 'কীর্তন' করার অনুমতী দেওয়া যায় না। তাঁর এই দাবিকে প্রত্যাখ্যান করেছেন বাজওয়া। তাঁর কথায়, শিখ ধর্মের ইতিহাসে মেয়েদের প্রতি কোনও বৈষম্যের উল্লেখ নেই। 

এতদিন পর্যন্ত শিখ পুরুষরাই স্বর্ণ মন্দিরে কীর্তন করতেন, মহিলারা বরাবরই সেই সুযোগ থেকে বঞ্চিত থেকেছেন। শিরোমণি অকালি দল প্রথমে এই সিদ্ধান্তের বিরোধীতা করলেও পরে বিষয়টি সমর্থম করেছিলেন।  
Blogger দ্বারা পরিচালিত.