মোদী টাকা পাঠাচ্ছে, কিন্তু টাকা খাচ্ছে দিদি
রাজ্য ডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যায় কালিয়াগঞ্জের দক্ষিণ গোবিন্দপুর এলাকায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে তিনি বলেন, ‘মোদি টাকা পাঠাচ্ছে, টাকা খাচ্ছে দিদি। তৃণমূলকে কাটমানি না দিলে আবাস যোজনার ঘর পায় না কেউ।’ পাশাপাশি তিনি বলেন, ‘তৃণমূল মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের ফাঁসাচ্ছে, কিন্তু কাটমানি না দিলে কোনো কাজ করছে না। এমনকী শৌচাগার নির্মাণেও কাটমানি খাচ্ছে তৃণমূল। নাগরিক সংশোধন বিল পেশ হয়েছে। এবার এনআরসি চালু হবে। তাতে সমস্ত উদ্বাস্তুকে নাগরিক অধিকার দেওয়া হবে। অন্য কোথাও যেতে হবে না। অনুপ্রবেশ আর শরণার্থী দুটোর অর্থ কিন্তু এক নয়, এটা ভালো করে বুঝতে হবে সকলকে। তবে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা যদি এখানে সরকার নির্বাচন করে, তা করতে দেওয়া হবে না।’ এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে রাহুলবাবু বলেন, ‘এই সরকার উলটপুরান। লোকসভা ভোটে আঠারোটা থাপ্পর খেয়েছে। তারপর থেকে কথায় কথায় আর জয় শ্রীরামকে গালি বলেন না। এলোমেলো কথা বলেন না।’ অন্যদিকে, পশ্চিমবঙ্গকে ধর্ষণের চ্যাম্পিয়ন বলে তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘নারীদের কোনো মর্যাদা নেই এই রাজ্যে। অথচ মুখ্যমন্ত্রী নিজে একজন নারী।’
Post a Comment