শাহরুখকে যিনি প্রথম ব্রেক দিয়েছিলেন, তাঁকেই ভুলে গেছেন কিং খান
Odd বাংলা ডেস্ক: শেখর কাপুরের অ্যাসিস্ট্যান্ট হয়ে করেছিলেন কাজ শুরু। তারপর একের পর এক হিট ছবিতে পরিচালনা করেছেন এই পরিচালক। নাম রাজ কানওয়ার। ঋষি কাপুরের সিনেমার সেই বিখ্যাত গান মনে আছে 'সোচেঙ্গে তুমহে প্যার, করকে নাহি'। ওই সিনেমার নাম ছিল দিওয়ানা। এই রাজ কানওয়ারেরই ছবি এটা।
এই পরিচালকের আবিষ্কার হলেন শাহরুখ খান। তখন দূরদর্শনে সবেমাত্র কয়েকটি মেগা সিরিয়াল করেছেন শাহরুখ। আর তাঁকে দিয়েই করিয়েছিলেন তিনি একটা সিনেমা। যে সিনেমাতে শাহরুখ পেলেন তাঁর জীবনের প্রথম ব্রেক। দর্শদের মন জয় করে ফেললেন কিং খান। আর ভুলে গেলেন এই পরিচালককে।
Post a Comment