শাহরুখকে যিনি প্রথম ব্রেক দিয়েছিলেন, তাঁকেই ভুলে গেছেন কিং খান


Odd বাংলা ডেস্ক: শেখর কাপুরের অ্যাসিস্ট্যান্ট হয়ে করেছিলেন কাজ শুরু।   তারপর একের পর এক হিট ছবিতে পরিচালনা করেছেন এই পরিচালক। নাম রাজ কানওয়ার।  ঋষি কাপুরের সিনেমার সেই বিখ্যাত গান মনে আছে 'সোচেঙ্গে তুমহে প্যার, করকে নাহি'। ওই সিনেমার নাম ছিল দিওয়ানা। এই রাজ কানওয়ারেরই ছবি এটা।

এই পরিচালকের আবিষ্কার হলেন শাহরুখ খান। তখন দূরদর্শনে সবেমাত্র কয়েকটি মেগা সিরিয়াল করেছেন শাহরুখ। আর তাঁকে দিয়েই করিয়েছিলেন তিনি একটা সিনেমা।  যে সিনেমাতে শাহরুখ পেলেন তাঁর জীবনের প্রথম ব্রেক। দর্শদের মন জয় করে ফেললেন কিং খান। আর ভুলে গেলেন এই পরিচালককে।       
     
তাঁর হাত ধরে বলিউডে পা রেখেছিলেন আরও অনেক অভিনেতা ও অভিনেত্রী। তাদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া অন্যতম। তাঁর হাত ধরেই তিনি জনপ্রিয়তার শিখরে উঠে গিয়েছিলেন।  

কিন্তু সেই রাজ কানওয়ারের শেষ পরিনতি হয়েছিল খুব কষ্টের। কিডনি নষ্ট হয়ে যায় তাঁর। সেই সময় পাশে পাননি কাউকে। মাত্র ৫৩ বছর বয়সে তিনি মারা যান। এমন কি বলিউডের শাহেনশাহও তাঁকে দেখতে আসেননি।         
Blogger দ্বারা পরিচালিত.