ফোনে তিন তালাক দিয়েছে স্বামী, তারপরই শ্বশুরবাড়িতে গণধর্ষণের শিকার তরুণী


Odd বাংলা ডেস্ক: স্বামী দিয়েছে তিন তালাক, আর তার ঠিক পরেই শ্বশুরবাড়ির লোকেরা মিলে গণধর্ষণ করল এক গৃহবধুকে। ঘটনাটি ঘটেছে রাজস্থানে। সোমবার ভিওয়াদির মহিলা থানায় একটি এফআইআর দায়ের করে এক ২৫ বছর বয়সী মহিলা। সে জানায়, তাঁর স্বামী মুখে তিন তালাক উচ্চারণ করে তাৎক্ষণিক বিবাহ বিচ্ছেদ দিয়ে দিয়েছে।

এরপর যখন সে এই তিন তালাকের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়, তখন তাঁর শ্বশুর ও কাকা-শ্বশুর মিলে তাঁকে ধর্ষণ করে, এবং তাঁর দেওর তাঁকে প্রচণ্ড মারধর করে- এমনটাই অভিযোগ জানিয়েছেন ওই তরুণী। এরপরেই পুলিশ ওই মহিলার স্বামীকে তাৎক্ষণিক তিন তালাক দেওয়ার অভিযোগে, দেওরকে মারধর করার অভিযোগে এবং শ্বশুর ও তার ভাইকে গণধর্ষমের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। সেইসঙ্গে এই মামলায় তদন্ত শুরু করেছে পুলিশ।  

একইসঙ্গে স্থানীয় আদালতের নির্দেশে তিন তালাক সম্পর্কিত আরও এরটি মামলা দায়ের করা হয়েছে। মহিলার দাবি তাঁর স্বামী ফোনে তাঁকে তিন তালাক দিয়েছিল। এফআইআর-এ তিনি তাঁর শ্বশুর, শাশুড়ি ও অন্যান্য আত্মীয় স্বজনের নামও নিয়েছিল। 
Blogger দ্বারা পরিচালিত.