কপিল দেবের বিখ্যাত 'নটরাজ শট'-এ রণবীর সিং
Odd বাংলা ডেস্ক: খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে কবীর খান পরিচালিত ছবি ৮৩। ছবিতে ক্রিকেট তারকা কপিল দেবের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর সিং-কে। এর আগেও ছবিতে নিজের একটি লুক শেয়ার করেছিলেন রণবীর সিং। তাঁর শরীরি ভঙ্গিমা, মেকআপ সবকিছুই দেখতে ছিল অবিকল কপিল দেব-এর মতো।
আর এবার সোশ্যাল মিডিয়ায় কপিল দেব-এর বিখ্যাত 'নটরাজ শট'টি তুলে ধরেছেন রণবীর। বলা বাহুল্য এই ছবিতেও কপিল দেবের ভঙ্গিমায় পোজ দিয়েছেন রণবীর। প্রসঙ্গত ১৯৮৩ সালে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জেতার গল্প নিয়েই ছবি ৮৩ তৈরি করছেন কবীর খান। ছবিতে রণবীর সিং ছাড়াও দীপিকা পাডুকোন, সাকিল সালিম, তাহির রাজ ভাসিন, হার্ডি সান্ধু, জিভিয়া, পঙ্কজ ত্রিপাঠি, বোমান ইরানি-সহ আরও বহু তারকা রয়েছেন। ২০২০-র এপ্রিলেই মুক্তি পেতে চলেছে ৮৩।
Post a Comment