পৃথিবীর সবচেয়ে বড়ো বাণিজ্য চুক্তি RCEP তে যোগ না দিয়ে কি ভুল করলেন মোদী?


Odd বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ব্যাঙ্কককে আসিয়ান সম্মেলনে যোগ দিয়ে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানায়, চুক্তির কারণে যে মূল স্বার্থে কোনও আপস হতে পারে না ৷ একবার চুক্তি হলে ভারতের বাজার ভরে যাবে চিনা পণ্যে ৷ এই সম্ভাবনাকে আটকাতে ঢাল হিসেবে খোলা বাজারে সংরক্ষিত পণ্যের তালিকা তৈরির বিষয়ে জোর দিয়েছিল ভারত ৷ কিন্তু সেই প্রচেষ্টা ফলপ্রসূ না হওয়ায় প্রধানমন্ত্রী জানান, একজন ভারতীয় হিসেবে এই চুক্তির মূল্যায়ন করে আমি কোনও ইতিবাচক উত্তর পাইনি ৷ তাই গান্ধিজির আদর্শ বা আমার বিবেক কেউই এতে মত দেয়নি ৷ উল্লেখ্য, এই চুক্তির বিরোধিতা করেছে কংগ্রেস এবং রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ ৷ রাহুল গান্ধি ট্যুইট করে বলেন, ‘এই চুক্তি হলে মেক ইন ইন্ডিয়া থেকে এবার বাই ফরম চায়না হয়ে যাবে ৷’ প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা  RCEP নিয়ে বলেন,  ‘ব্যাপক আর্থিক মন্দার মুখোমুখি ভারত ৷ ৯০ লক্ষ কর্মসংস্থান কমেছে ৷ এই চুক্তি হলে আর অবনতি হবে পরিস্থিতির ৷’


ভারত ছাড়া আসিয়ান গোষ্ঠীভুক্ত বাকি ১০টি দেশ ও বাকি পাঁচ দেশ RCEP নিয়ে সহমত ৷ প্রায় দু’বছর ধরে আসিয়ান গোষ্ঠীভুক্ত বাকি ১০টি দেশ ছাড়াও আরও পাঁচ দেশের মধ্যে এই Regional Comprehensive Economic Partnership নিয়ে আলোচনা চলছে ৷ এই ১৬টি দেশের জনসংখ্যা ৩৬০ কোটি যা প্রায় গোটা বিশ্বের জনসংখ্যার অর্ধেক ৷ তাই এই চুক্তি হলে বিশ্বের সব থেকে বড় মুক্ত বাণিজ্য অঞ্চল খুলে যাবে দুনিয়ার সামনে ৷ সূত্রের খবর অনুযায়ী, ভারতের এই সিদ্ধান্তের পর আগামী বছর বাকি দেশগুলি এই অস্থায়ী চুক্তি সাক্ষর করতে পারে ।
Blogger দ্বারা পরিচালিত.