শীঘ্রই বাতিলের পথে ২০০০ টাকার নোট!


Odd বাংলা ডেস্ক: নোটবন্দির তৃতীয় বর্ষপূর্তি আজ। আজ থেকে ঠিক তিন বছর আগে এই দিনেই নরেন্দ্র মোদী সরকার ঘোষণা করেছিলেন নোটবন্দির কথা। পুরনো ১০০০ এবং ৫০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের পর উত্তাল হয়ে উঠেছিল সারা দেশ। পুরোনো ১০০০ টাকা বাতিল করে দিয়ে বাজারে এসেছিল ২০০০ টাকার নোট।

তবে এবার ২০০০ টাকার নোট বাতিলের জল্পনা উস্কে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থ সচিব সুভাস চন্দ্র গর্গ। নিজের ব্লগে ২০০০ টাকার নোটবন্দির বিষয়টি নিয়ে তিনি এমন আশঙ্কাই উস্কে দিয়েছেন। 

তিনি তাঁর ব্লগে লিখেছেন, বিরাট পরিমাণে ২০০০ নোট বাজারে এখন আর পাওয়া যাবে না। কারণ তা ধীরে ধীরে তুলে নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন যে, এই নোট তুলে দেওয়ার সম্ভাবনা বাতিল করে দেওয়া যাচ্ছে না। সেইসঙ্গে তিনি এও পরামর্শ দিয়েছেন, যাদের কাছে ২০০০ টাকার নোট রয়েছে তারা যেন তা অবিলম্বে ব্যাঙ্কে জমা দিয়ে আসেন। 
Blogger দ্বারা পরিচালিত.