আজ থেকে খুলে গেল শবরীমালার দরজা, মহিলাদের দেওয়া হবে না বাড়তি নিরাপত্তা!
Odd বাংলা ডেস্ক: শবরীমালা নিয়ে যাবতীয় সিদ্ধান্ত সুপ্রিমকোর্ট স্থগিত রাখার দুদিন পর আজ মন্ডলা পুজো উৎসবের জন্য ভগবান আয়াপ্পার মন্দির খোলা হচ্ছে। সমস্ত বয়সের মহিলাদের মন্দিরে প্রবেশের অধিকার দেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে মহিলাদের কোনও বাড়তি সুবিধা দেওয়া হবে না বলেই জানা গিয়েছে। বিতর্কিত এই মন্দিরের দরজা আজ উৎসব উপলক্ষে খোলা হবে।
নারী অধিকারকর্মী ত্রুপ্তি দেশাই, যিনি শবরীমালায় সব বয়সের মহিলাদের ওপর নিষেধাজ্ঞা জারির বিষয়ে তীব্র প্রতিবাদ করেছেন, তিনি জানিয়েছেন তাঁকে বাড়তি নিরাপত্তা দেওয়া হোক বা না হোক ২০ নভেম্বরের পর তিনি শবরীমালা মন্দিরে প্রবেশ করবেন। মহিলারা ইতিমধ্যেই শবরীমালার উদ্দেশে যাত্রা শুরু করে দিয়েছেন। তবে মন্দিরে তাদের প্রবেশ করতে দেওয়া হবে কিনা এখন সেটাই দেখার।
Post a Comment