অযোধ্যা রায় ঘোষণা: মুম্বইয়ের বেশ কিছু এলাকাতে ১৪৪ ধারা জারি
Odd বাংলা ডেস্ক: অযোধ্যা মামলা যে খুবই স্পর্শকাতর বিষয় তা বলার অপেক্ষা রেখা না। তারই মধ্যে মুম্বইয়ের বেশ কিছু এলাকাতে করা হয়েছে ১৪৪ ধারা জারি। ঘটনায় ইতিমধ্যেই রায় দান শুরু হয়েছে। আর সে সময় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্যই এই বিশেষ ব্যবস্থা বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। মুম্বইয়ের মূল এলাকার প্রায় ৪ অঞ্চল জুড়ে জারি রয়েছে ১৪৪ ধারা। চলবে আগামীকাল সকাল ১১টা পর্যন্ত।
#Maharashtra: Section 144 of CrPC (prohibits assembly of more than 4 people in an area) imposed in Mumbai city till 11 am tomorrow.— ANI (@ANI) November 9, 2019
Post a Comment