মঞ্চে দাঁড়িয়ে তরোয়াল হাতে নিয়ে নাচলেন স্মৃতি ইরানি, দেখুন ভিডিও


Odd বাংলা ডেস্ক: শুক্রবার গুজরাতের একটি সাংস্কৃতি ক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সেই অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে দুহাতে তরোয়াল নিয়ে নাচ করেছেন স্মৃতি ইরানি। সেই ভিডিও রাতারাতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এই ভিডিও প্রকাশ্যে আসার পর নেটিজেনরা তাঁকে নিয়ে নানারকম মন্তব্যও করেছেন। 

বস্ত্র এবং মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী এদিন ভাবনগরে 'ওম্যান, আপলিফটিং ফোরাম প্রোগ্রাম' নামে  কটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানে মাথায় পাগড়ী পরে সেজে কয়েকজন মেয়ে মঞ্চে সাংস্কৃতিক নৃত্য পরিবেশন করছিল। তখন অনুষ্ঠানের উদ্যোক্তারা তাঁকে অনুরোধ করেন সেই নাচে যোগ দিতে। প্রসঙ্গত, সেটি ছিল একটি সনাতনি লোক নৃত্য যা রাজস্থান এবং গুজরাতে খুবই প্রচলিত। 



উদ্যোক্তাদের অনুরোধেই তিনি মঞ্চে উঠে দুহাতে তরোয়াল নিয়ে নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে বিজেপির গুজরাত রাজ্য শাখার সভাপতি জিতু ওয়াঘনী ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিল। 
Blogger দ্বারা পরিচালিত.