নেটদুনিয়ায় ভাইরাল সোনায় মোড়া হীরে-খচিত টয়লেটসিট, দাম জানলে চোখ কপালে উঠবে
Odd বাংলা ডেস্ক: দিনের শুরুতে প্রকৃতির ডাকে ঠিকমতো সাড়া দিতে না পারলে সারা দিনটাই যেন মাটি। কিন্তু সেই টয়লেট সিট হয় হিরে-খচিত এবং সোনায় মোড়া। এমনই বহু মুল্যবান এই টয়লেট সিটের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
নভেম্বরের প্রথম সপ্তাহে সাংহাইতে আয়োজিত চিনের আন্তর্জাতিক ইমপোর্ট এক্সপোতে দেখা গিয়েছে এমনই মহামুল্যবান একটি টয়লেট সিট। এটির নির্মাতা হংকং-এক জুয়েলারি ব্র্যান্ড 'কারোনেট'। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, এই টয়লেট সিটটি আদতে বুলেটপ্রুফ। সেইসঙ্গে এতে ব্যবহৃত হয়েছে ৪০,৮১৫টি হিরে। প্রায় ৩৩৮.৬৮ ক্যারেট হিরে ব্যবহৃত হয়েছে এটির নির্মাণে। এযাবত সবচেয়ে বেশি হিরে দিয়ে এই টয়লেট সিটটি তৈরি করা হয়েছে বলে জনা গিয়েছে।
A toilet studded with 40,815 diamonds worth over $1,200,000 is exhibited at the 2nd #CIIE in Shanghai. A guitar made of a 400-carat diamond and 18K white gold is also on display, with an estimated value of about $2 million. pic.twitter.com/uPYt6tSHMs— People's Daily, China (@PDChina) November 5, 2019
এরপর আসে দামের প্রশ্ন। আনুমানিক তেরো লক্ষ ডলারের থেকে বেশি দাম এই টয়লেটের। ভারতীয় মুদ্রার হিসেবে ৯ কোটি টাকা। যদিও এর নির্মাতা সংস্থা এই টয়লেটসিটটি বিক্রি করতে চান না। বহুমুল্য এই টয়লেট সিটই রাতারাতি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
Post a Comment