স্ত্রীর ভালোবাসা পাওয়ার কয়েকটি সহজ উপায়


Odd বাংলা ডেস্ক: সময় যতই পরিবর্তনশীল হোক না কেনো, যতই আধুনিক যুগে আমরা বাস করি না কেনো, সংসারে সুখ বজায় রাখার জন্য নারী ও পুরুষ দুজনকেই সমঝোতা বজায় রাখতে হবে। এই সংসারকে সুখে রাখতে গেলে বাড়ির কর্তাকে তার দায়িত্ব ঠিক মত পালন করতে হবে। স্ত্রী কি চায়, সে কিসে সুখী, সেটা বুঝে চলতে হবে।


আগেকার দিনে পুরুষরা যেমন ছিল, তাদের তেমন কোন দায়িত্ব ছিল না, তারা সংসারে খাবার আর স্ত্রীর কাপড় কিনেই খালাস হয়ে যেত। তারপর মদ, গাজা খেয়ে বন্ধুদের নিয়ে আড্ডা দিয়েই দিন পার হয়ে যেত। কিন্তু বর্তমানে সময় অনেক পরিবর্তন হয়েছে। পুরুষেরা অনেক বেশী ভাবতে শুরু করেছে তাদের স্ত্রীদের নিয়ে। সংসার নিয়ে পুরুষদের চিন্তাধারা অনেক পালটে গেছে।


পুরুষরা সংসার করতে পারে না সেটা একদমই নয়। তাদের মাথার উপর চাপ বেশী থাকে। কারন তাদের ঘরে এবং বাইরে দুইদিকেই সামলাতে হয়। সংসারে শুধু স্বামিকেই সব কিছু মানিয়ে চলতে হবে তেমনটাও নয়, স্ত্রীকেও বুঝতে হবে কোনটা ভালো কোনটা খারাপ। স্বামীর সাথে বন্ধুর মত আচরণ করতে হবে। তাকে বুঝতে হবে সে কি চায়। তাহলেই দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে।


স্বামীর যেসব আচরণে স্ত্রীরা কষ্ট পায় ঃ- ১। স্ত্রীর বাবা মার প্রতি দুর্ব্যবহার করা। তাদেরকে যোগ্য সন্মান না করা। ২। স্ত্রীর দিকে খেয়াল না রাখা, নিজের খেয়াল খুশি মত চলা। স্ত্রীর ভালো-মন্দের দিকে খেয়াল রাখা অবশ্যই স্বামীর কর্তব্য। ৩। স্ত্রীর কেনা জামাকাপড় নিয়ে বিরক্তি প্রকাশ না করে তার সাথে বেড়িয়ে কেনাকটা করুন।


৪। স্ত্রীকে রান্নাঘরে সাহায্য করুন। তিনি আপনার পছন্দ মত রান্না করে খাওয়াতে বিরক্তি প্রকাশ করবে না, বরং খুশি হবে। ৫। স্ত্রীর বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার সময় তাকে বাড়ির কাজে আটকে রাখলে স্ত্রী কষ্ট পায়। ৬। স্ত্রীর সব কাজে হস্তক্ষেপ করতে যাবেন না।


৭। স্পেশাল দিনে স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে গিয়ে সময় কাটান। ৮। ছুটির দিনে বন্ধুদের নিয়ে সময় না কাটিয়ে স্ত্রীকে আর পরিবারকে সময় দিন। ৯। সিগারেট বা যেকোনো নেশা ছেড়ে দেব বলে, আবার খেতে শুরু করবেন না।


১০। স্ত্রীকে অহেতুক সন্দেহ করা উচিত নয়। তাতে স্ত্রী রাগ করবে। ১১। স্ত্রীরা অনেক টাকা রোজগার করলেও তাদের হাত খরচের টাকা দিন। ১২। আপনার সঙ্গিকে প্রেমিক রুপে যেভাবে ভালোবাসা দিতেন, ঠিক সেই ভাবেই সারাজীবন ভালোবাসার চেষ্টা করুন।

Blogger দ্বারা পরিচালিত.