খুনের মামলায় অভিযুক্ত জেলবন্দি মাওবাদী নেতা এবার লড়বেন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে


Odd বাংলা ডেস্ক: সামনেই ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন। আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে এবার অংশ নিতে চলেছে প্রাক্তন মাওবাদী নেতা কুন্দন পাহান। তিনি বিধায়ক রমেশ সিং মুন্ডাকে হত্যার পাশা পাশি আরও একাধিক মামলায় বিচারাধীন রয়েছেন। তবে এবার আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন কুন্দন পাহান। 

সূত্রের খবর, বিশেষ এনআইএ আদালতের তরফ থেকে তাঁকে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতী দিয়েছে। জানা গিয়েছে মনোনয়ন দাখিলের সময়ে কর্তৃপক্ষের তরফে তাঁর ওপর নজর রাখা হবে এবং তাঁকে সতর্ক করা হয়েছে, তাঁর জন্য যাতে কোনওরকম ঝামেলার সৃষ্টি না হয়। 

প্রসঙ্গত ২০০৮ সালে রমেশ সিং মুন্ডা ঝাড়খন্ডের বুঁদুর-এ এসএস উচ্চ বিদ্যালয়ে বক্তব্য রাখার সময়ে তাঁকে হত্যা করা হয়। অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের বিধায়ক রমেশ সিং মুন্ডার ছেলে বিকাশ সিং মুন্ডা তাঁর বাবার হত্যা মামলায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন। শুধু তাই নয় বাবার হত্যাকারীর ফাঁসির সাজা চেয়েছিলেন বিকাশ সিং মুন্ডা। এরপর ২০১৭ সালের ১৪ মে কুন্দন পাহান আত্মসমর্পণ করেন। তারপর থেকে তিনি হাজারিবাগ জেলে রয়েছেন। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে একজন সিনিয়র পুলিশ কর্তাকে খুনের অভিযোগও রয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.