শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত; রাজাপক্ষের জয়ের সম্ভাবনা বেশি


Odd বাংলা ডেস্ক: শ্রীলঙ্কায় আজ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন চলাকালে বেশ কিছু সহিংস ঘটনা ঘটেছে। মুসলমানদের বহনকারী বাসে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। নির্বাচনে রেকর্ড সংখ্যক ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সব প্রার্থীর মধ্যে এগিয়ে রয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী গোতাবায়া রাজাপক্ষে ও বর্তমান সরকারের আবাসনবিষয়ক মন্ত্রী সাজিথ প্রেমাদাসা। প্রভাবশালী রাজনীতিবিদ মাহিন্দা রাজাপক্ষে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার ছোট ভাই গোতাবায়া রাজাপক্ষে তাদের দল ফ্রিডম পার্টির শীর্ষ পদে রয়েছেন। তামিল টাইগারদের প্রতিহত করে সমর্থকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী গোতাবায়া রাজাপক্ষে। বিভিন্ন সূত্র বলছে, এই নির্বাচনে তার জয়ের সম্ভাবনাই বেশি। চীনের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। তামিল গেরিলাদের বিরুদ্ধে অভিযানের ক্ষেত্রে চীনের জোরালো সমর্থন পেয়েছিল রাজাপক্ষের সরকার। তবে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীই ভারত ও চীন উভয় দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
Blogger দ্বারা পরিচালিত.