তেজস এক্সপ্রেসের কর্মচারীরা পাচ্ছে না বেতন
Odd বাংলা ডেস্ক: ভারতে বেসরকারি উদ্যোগে ট্রেন চালানোর প্রথম প্রচেষ্টা এই তেজস এক্সপ্রেস। এই ট্রেনকে ঘিরে অনেক আলোচনা হয়েছে। ৫ অক্টোবর থেকে যাত্রা শুরু করেছে ভারতের প্রথম প্রাইভেট ট্রেন। এর আধুনিক ব্যবস্থা অনেক প্রশংসা কুড়িয়েছে। ন’টি এসি কোচ নিয়ে ছুটছে দ্রুতগতির এই ট্রেন। সবকটি কোচেই চেয়ারকার। ট্রেনের মধ্যেই চা ও কফি মেশিনের বন্দোবস্ত। ঝাঁ চকচকে এই ট্রেনে ওঠা মানেই প্রত্যেক যাত্রীর জন্য সর্বোচ্চ ২৫ লক্ষ টাকার বিমা। দিল্লি ও লখনউয়ের মধ্যে মাত্র দু’টি স্টেশন কানপুর ও গাজিয়াবাদে দাঁড়ায় তেজস। বিমানসেবিকার মতো তেজস এক্সপ্রেসেও যাত্রীদের সুবিধা অসুবিধা দেখতে কর্মীর ব্যবস্থাও রয়েছে। আর এই পরিচালন সংস্থার বিরুদ্ধেই উঠেছে কর্মীদের সঙ্গে অসৎ আচরনের কথা। কর্মীদের অভিযোগ, টানা ১৮ ঘণ্টার ডিউটি করতে হচ্ছে। বেতন দিতেও গড়িমসি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন অনেকে। এমনকী কোনও নোটিস ছাড়াই বেশ কয়েকজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে খবর।
Post a Comment