অযোধ্যা মামলার রায়: রাজ্য জুড়ে সব থানাতে জারি সতর্কতা


Odd বাংলা ডেস্ক: একদিকে বুলবুলের প্রভাব রাজ্যে তারই মধ্যে শনিবার অযোধ্যার রায় ঘোষণার সম্ভাবনা।  শনিবার সকাল সাড়ে দশটায় অযোধ্যা মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। তার আগে রাজ্যের সব
 থানাকে সতর্ক করল নবান্ন। বলা হল, চোখ কান যেন খোলা রাখা হয়। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। অযোধ্যা রায় রাজনৈতিক ও সামাজিক ভাবে যে স্পর্শকাতর সে ব্যাপারে কোনও সংশয় নেই। দুদিন আগে দলের অভ্যন্তরীণ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পই পই করে বলে দিয়েছেন, রায় বেরোনোর পর কেউ যেন আলটপকা কোনও প্রতিক্রিয়া না জানান। যা বলার তা তিনিই বলবেন।

এমতবস্থায় প্রশাসনের তরফে প্রতিটি থানায় বিশেষ সতর্কতা গ্রহণের কথাও বলা হয়েছে। রাজ্য সরকারের মতে এই ধরনের বিষয়ে আলটপকা কোনো মন্তব্য করা উচিত নয়।   
Blogger দ্বারা পরিচালিত.