মনুষ্যত্ব আজও জীবিত, ৩টি চিতা ছানাকে পেয়ে গ্রামবাসীরা তাদের ফিরিয়ে দিল মা-চিতার কাছে


Odd বাংলা ডেস্ক: চোরাশিকারীদের কবলে পড়ে বন্য পশুদের যে কী করুন পরিণতি হয়, সেঘটনা আজ প্রায়শই প্রকাশ্যে আসে। অনেকসময়ে আবার নিজের প্রাণ বাঁচাতেও বন্য পশুদের আক্রমণ করে সাধারণ মানুষ। কিন্তু মহারাষ্ট্রের এই ঘটনা প্রমাণ করে যে, মনুষ্যত্ব এখনও বেঁচে রয়েছে।

মহারাষ্ট্রের আখের ক্ষেতে চাষিরা যখন চাষ করছিলেন তখন ক্ষেতের মধ্যেই তাঁরা দেখতে পান তিনটি চিতা বাঘের ছানা। তাদের দেখা মাত্রই কৃষকরা বনদফতরে খবর দেয়। এরপর ওয়াইল্ড লাইফ এসওএস এবং বনবিভাগের যৌথ প্রয়াসে চিতা বাঘের ছানাগুলিকে উদ্ধার করা হয়। সূত্রের খবর চিতাবাঘের ছানাগুলির আনুমানিক বয়স ২৫ দিন মতো। 

ছানাগুলিকে উদ্ধর করার পর তাঁদের কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এরপর বনদফতরের উদ্যোগে বাঘের ছানাগুলিকে ফের তাদের মায়ের সঙ্গে মিলিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। এর জন্য ব্যবহার করা হয়েছিল রিমোট কন্ট্রোল ক্যামেরা, যার সাহায্যে ছানাগুলির সঙ্গে তাঁর মায়ের মিল হল কিনা তা দেখার জন্য। জঙ্গলের মধ্যে ছানা তিনটিকে খুঁজতে খুঁজতে মা চিতাবাঘ সেই জায়গায় আসে যেখানে ছানাগুলিকে রাখা হয়েছিল। খানিকক্ষণ পর মা চিতা বাঘটি তার সন্তানদের নিয়ে চলে যায়। 
Blogger দ্বারা পরিচালিত.