টাকা তুলতে গিয়ে ছাত্রীর শরীরে হাত দিল ব্যাঙ্কের কর্মী, তারপর গণধোলাই
রাজ্য ডেস্ক: শিলিগুড়ির সূর্যসেন কলেজের প্রথমবর্ষের এক ছাত্রী ব্যাংকে যায়। সেখানে এক কর্মী তাঁকে শ্লীলতাহানি করে। ভয় পেয়ে সেই ছাত্রী সেখান থেকে পালিয়ে আসে। বাড়িতে এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পাশাপাশি কলেজের বন্ধুদেরকেও জানায়। এরপরেই ওই ছাত্রীর পরিবারের সদস্যরা এবং সূর্যসেন কলেজের ছাত্র-ছাত্রীরা ব্যাংকে এসে বিক্ষোভ দেখায় এবং অভিযুক্তকে ধরে গণধোলাই দেয়। সেখান থেকে কোনওক্রমে পালিয়ে যায় অভিযুক্ত। খবর পেয়ে এনজেপি থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে নিয়ে আসে। এরপরেই খবর পেয়ে এনজেপি থানায় বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল ছাত্রপরিষদ। তাদের থাকেই জানা গিয়েছে, অভিযুক্ত বিজেপি ৬ নম্বর মন্ডল কমিটির সভাপতি ছিল। কিছুদিন আগেই সেই পদ থেকে তাকে দল নির্বাসিত করে। তবে সে এখনও বিজেপি সক্রিয় কর্মী রয়েছে।
Post a Comment