যে কলেজে ছাত্রীদের দেওয়া হচ্ছে কবর!


Odd বাংলা ডেস্ক: নিজের মৃত্যুকে কেই বা অনুভব করেছে? কেই বা আজ অব্দি জানতে পেরেছে মরে গেলে ঠিক কেমন লাগে? কেই বা বুঝেছে মৃত্যুর পরে ঠিক কেমন হয়ে থাকে চারপাশ, আদৌ কি তা বোঝা যায়? যতক্ষণ জীবন রয়েছে, আলো রয়েছে অসীম সেই সময়ের গুরুত্ব। তাই জীবন বেঁচে থাকতেই জীবনের গুরুত্ব বোঝাতে এবং মৃত্যুর সময় ঠিক কী অনুভব হয় তা জীবদ্দশাতেই টের পাওয়াতে এক আজব পদ্ধতির শরণাপন্ন হয়েছে নেদারল্যান্ডের মানুষ। 

জীবনের গুরুত্ব এবং সময়ের মূল্য বোঝানোর জন্য নেদারল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় অদ্ভুত এক পন্থার ব্যবহার করেছে। নেদারল্যান্ডের নিজমেগনে অবস্থিত রেডবাউড বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কবরের মধ্যে শুইয়ে মেডিটেশন বা ধ্যান করানো হচ্ছে। উদ্দেশ্য, পড়ুয়াদের সময়ের মূল্য বোঝানো এবং পরীক্ষার স্ট্রেস বা মানসিক চাপ দূরে রাখা।
Blogger দ্বারা পরিচালিত.