পাল্টা মার শুভেন্দুর, তালিকা ধরে হবে উন্নয়ন


রাজ্য ডেস্ক: বৃহস্পতিবার কালিয়াগঞ্জ উপনির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে এসে ভোটারদের উদ্দেশ্যে একথাই বললেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন, ‘কালিয়াগঞ্জের তৃণমূলের প্রার্থী জেতার কয়েক দিনের মধ্যে এলাকার উন্নয়নের জন্য বুথের সদস্যদের কাছ থেকে  সমস্যার তালিকা নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা হবে’। এদিন কালিয়াগঞ্জের তরঙ্গপুরে মাঠে নির্বাচনী জনসভায় শুভেন্দু অধিকারী এনআরসি প্রসঙ্গ টেনে কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দাগেন। এন আর সি দিয়ে কিছু হবে না, দরকার উন্নয়ন, আর এই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়  করছেন জানান তিনি। যে দেশের পঞ্চাশ শতাংশ মানুষ দারিদ্র সীমার নীচে বসবাস করে। লক্ষ লক্ষ মানুষের ঘর-বাড়িই নেই, সেখানে এন আর সি জুজু দেখিয়ে রাজনীতি ছাড়া কিছু না মন্তব্য শুভেন্দুর।

Blogger দ্বারা পরিচালিত.