কী টিপছেন সানি, গায়ে একটা সুতোও নেই? (VIDEO)
Odd বাংলা ডেস্ক: গায়ে একখন্ড সুতোও নেই। এই মহিলা কিন্তু সকলেরই খুব পরিচিত। তিনি সানি লিওনি। উষ্ণতা ছড়ানো সানির অভ্যেস। কথায় কথায় নিজেকে ভাইরাল করে তুলতে তাঁর জুড়ি মেলা ভার। এবার যখন তিনি প্রথম বাথটবে শুয়ে এই ভিডিয়ো করলেন তখন চমকে গিয়েছিলেন সকলেই। হেমন্তের শীতল দিনেই বাথটবে শুয়ে উষ্ণতা বাড়ালেন তিনি। শ্যুট হল। আর সেই শ্যুটের এক ঝলক ভিডিয়ো তিনি নিজেই পোস্ট করলেন ইন্সটাগ্রামে। চোখ কপালে তুলে হাঁ করে সকলেই গিলছেন সেই ভিডিয়ো। আপনিও দেখবেন নাকি!
Post a Comment