এক ঝলকে কালিয়াগঞ্জের উপনির্বাচন


রাজ্য ডেস্ক: বিজেপি প্রার্থী হিসেবে জেলাপরিষদের একমাত্র বিজেপি সদস্য কমল সরকার। তৃনমূল কংগ্রেসের প্রার্থী কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তপন দেব সিংহ। বিগত লোকসভার নির্বাচনে বিজেপি এই বিধানসভা কেন্দ্রটি থেকে ৫০ হাজারের বেশি ভোটে জয়ী বিজেপি। কিন্তু সাংসদকে ভোটের পরে এলাকায় না পাওয়ার জন্য ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এন আর সি নিয়ে কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার ভোটারদের মনে ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বিধানসভা আসনটি তৃনমূল কংগ্রেসের দখলে না থাকলেও রাজ্য সরকার কালিয়াগঞ্জে সার্বিক উন্নয়নের জন্য কিছুই করেনি বলে জানিয়েছেন বাসিন্দারা। এই বিধানসভায় তৃনমূল কংগ্রেস পরিচালিত কালিয়াগঞ্জ পৌরসভা। এই পৌরসভার মাধ্যমে শহরের উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছে । এই এলাকায় মহিলা শিক্ষার প্রসারের জন্য মহিলা কলেজ ও স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন চাইছেন কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার ভোটাররা। যদিও কালিয়াগঞ্জ বিধানসভার অন্তর্গত ১১ টি গ্রামপঞ্চায়েতের মধ্যে ৯ টি তৃনমূল কংগ্রেসের দখলে। কালিয়াগঞ্জ পৌরসভা তৃনমূল কংগ্রেসের দখলে রেখে শহরে উন্নয়নকে হাতিয়ার করছে। অপর দিকে জেলাপরিষদের ৩ টি আসনের মধ্যে ২ টি শাসকদলের। কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি দখলে রয়েছে তৃনমূল কংগ্রেসে। পাশাপাশি বিধানসভা এলাকার স্বাভাবিকভাবেই প্রচারের পাশাপাশি ভোটের অঙ্কেও কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে এগিয়ে রাজ্যের শাসকদল তৃনমূল কংগ্রেস।


Blogger দ্বারা পরিচালিত.