১০ মাসের শিশু কোলে নিয়ে রেললাইনে মরণঝাঁপ, পরিণতি অত্যন্ত মর্মান্তিক


Odd বাংলা ডেস্ক: তামিলনাড়ুর হোসুর রেলওয়ে স্টেশনে এক ২২ বছরের তরুণী তাঁর ১০ মাসেরে শিশুকে নিয়ে রেললাইনের ওপর মরণ ঝাঁপ দেয়। প্রত্যক্ষদর্শীদের কথায় ওই তরুণীকে তাঁর দশ মাসের কন্যাকে নিয়ে রেল লাইনের ওপর আত্মহত্যার চেষ্টা করতে দেখা যায়। 

এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তারা যুবতীকে মৃত অবস্থায় পায়। সেইসময়ে তরুণীর দেহ রেললাইনে ছিন্ন-বিচ্ছিন্ন অবস্থা পড়ে থাকতে দেখা যায়। তরুণীর ধড় থেকে হাত-পা ও মুন্ডু আলাদা হয়ে গিয়েছিল। কিন্তু খুব অদ্ভুতভাবে ওই ১০বছরের শিশুকন্যাটি অলৌকিকভাবে এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। শিশুটির মাথায় একটি ছোট আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। এরপর পুলিশের কর্মকর্তারা শিশুটিকে সরকারি হাসপাতালে নিয়ে যায়। এরপর মহিলার দেহটি পাঠানো হয় ময়নাতদন্তে। মহিলার পরিচয় অনুসন্ধান করছে পুলিশ। 
Blogger দ্বারা পরিচালিত.