অমানবিক! স্কুলের ছাত্রদের একে অপরের সঙ্গে যৌন সম্পর্ক করতে বাধ্য করতেন শিক্ষক!


Odd বাংলা ডেস্ক: সরকারি স্কুলের অল্প বয়সী ছাত্রদের যৌন নির্যাতনের অভিযোগ উঠল স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কেরলের তিরুবনন্তপুরমে। সেখানের একটি সরকারি স্কুলের শরীরশিক্ষার শিক্ষক ছোট ছোট ছেলের ওপর যৌন নির্যাতন করতেন বলে অভিযোগ করা হচ্ছে।  

বিষয়টি প্রথম জানতে পারেন এক স্কুলের এক কাউন্সিলর। এরপর গোটা বিষয়টি তিনি স্কুল কর্তৃপক্ষের নজরে আনেন। এরপর কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে পড়ে কেউটে শাপ। এই একই অভিযোগ জানিয়েছেন প্রায় ৯ জন ছাত্র। তারা একটি অভিযোগপত্রে সইও করেন। তদন্ত করে পুলিশ জানতে পেরেছে, স্কুল শেষ হওয়ার পরে ছোট ছোট ছেলেদের নিজের গাড়ি করে নিয়ে যেতেন খানিকটা দূরে একটু নির্জন জায়গায়। এরপর সেখানে ছাত্রদের একে অপরের সঙ্গে যৌন সম্পর্ক করতে বাধ্য করত ওই শিক্ষক। ঘটনাটি স্কুল থেকে একল কিলোমিটারের মধ্যেই ঘটানো হত বলে জানিয়েছে পুলিশ।  

যাবতীয় অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতন, যৌন হয়রানি এবং শিশুদের অশ্লীল কাজে ব্যবহার করার জন্য পকসো(POCSO) আইনের বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি ওই শিক্ষকের বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট-এর অধীনেও মামলা রুজু করা হয়েছে। 

Blogger দ্বারা পরিচালিত.