বাবা লালুপ্রসাদ জেলে, চাটার্ড বিমানে কেক কেটে জন্মদিন উদযাপন করে ট্রোলড হলেন ছেলে তেজস্বী যাদব
Odd বাংলা ডেস্ক: রাষ্ট্রীয় জনতা দল তথা আরজেডি নেতা লালু প্রসাদ যাদব-পুত্র তেজস্বী যাদবের জন্মদিনের কেক কাটা নিয়ে বিস্তর কাটা ছেঁড়া করল নেটিজেনরা। সম্প্রতি লালু প্রসাদ যাদবের ছোট ছেলে তেজস্বী যাদবের জন্মদিনের কেক কাটার একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শনিবার রাঁচি থেকে পাটনার একটি চাটার্ড ফ্লাইটে ছবিগুলি তোলা হয়েছে, যেখানে তেজস্বী তাঁর ৩০ বছরের জন্মদিন পালন করছিলেন।
বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর ক্লিন শেভড, সাদা কুর্তায় দলের কিছু নেতাদের সঙ্গে প্রাতঃরাশ সারতেও দেখা যায়। আর এই ছবি ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে নেট দুনিয়ায়। ছবি দেখে একজন মন্তব্য করেছেন, 'কে বলে বিহার একটি দরিদ্র রাজ্য? বেসরকারি জেটে লালু প্রসাদের পুত্র জন্মদিন উদযাপন করছেন।' অন্য একজনের কথায়, 'ইনিই কি বিহারের দরিদ্রদের নেতা?'
#tejashwiyadav hope you had a great time celebrating your birthday in private jet while your dad is having his meal in jail. pic.twitter.com/AFLHjJYCn8— Jay Kumar (@JayKumarHere) November 11, 2019
এই ঘটনার একদিন আগে অর্থাত শুক্রবারই তিনি তাঁর জেলবন্দি বাবা লালু প্রসাদ যাদবের সঙ্গে রাচি মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা করে আসেন। তারপর এই ছবি প্রকাশ্যে আসায় আর এক টুইটার ইউজার লিখেছেন 'তেজস্বী যাদব আশা করি আপনার বাবা যখন জেলবন্দি তখন প্রাইভেট জেটে কেক কেটে ভালোই জন্মদিন উদযাপন করলেন।'
পাশাপাশি পবিহার বিধানসভা অধিবেশন থেকে দূরে থাকায়, এমনকী বন্যার পর বিহারে এনসেফালাইটিসে আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে দেখা না করার জন্যও সমালোচনার মুখে পড়েছেন তেজস্বী।
Post a Comment