ঘুষ নিতে নারাজ এই সরকারি কর্মী, তাই দফতরে হোর্ডিং টাঙিয়ে লিখেছেন 'আমি দুর্নীতিগ্রস্থ নই'


Odd বাংলা ডেস্ক: তেলেঙ্গানার করিমনগর জেলার বৈদ্যুতিক বোর্ডে কর্মরত এক ব্যক্তি তাঁর চেম্বারে লাগিয়েছেন একটি সাইনবোর্ড, যাতে লেখা রয়েছে 'আমি দুর্নীতিগ্রস্থ নই'। এমন অদ্ভুত দৃশ্য দেখে স্বভাবতই কৌতুহল জেগেছে সকলের মনে। 

নর্দান পাওয়ার ডিস্ট্রিবিউশন কর্পোরেশন লিমিটেড-এর একজন অ্যাডিশনাল ডিভিশনাল ইঞ্জিনিয়ার তিনি, নাম পোদেতি অশোক। তাঁর অফিসে গেলে এমনই ব্যানার চোখে পড়বে, যেখানে বড় বড় করে লেখা রয়েছে, 'I am uncorrupted'। অর্থাৎ আমি দুর্নীতিগ্রস্থ নই। কিন্তু কেন এমন কাণ্ড ঘটালেন তিনি। সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাতকারে তিনি বলেছেন, এতদিন ধরে তাঁকে বহুবার ঘুষ দেওয়ার চেষ্টা করেছেন বহু মানুষ। আর সেই কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। 

তাঁর চেম্বারে লাল ব্যাকগ্রাউন্ডের ওপর সাদা হরফে বড় বড় করে তেলুগু লেখা রয়েছে 'আমি ঘুষ নিই না'। প্রায় মাস দেড়েক আগে এই ব্যানারটি লাগানো হয়েছে, তারপর থেকে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। ভদ্রলোক গত ১৪ বছর ধরে এই বিভাগে কাজ করছেন। কর্মজীবনে তিনি বহুবার দাবি করেছেন, কাজ করিয়ে নেওয়ার জন্য সকলে তাঁকে ঘুষ দিতে চায়। এইভাবে প্রায় নিত্যদিন হয়রানির শিকার হন। তিনি ঘুষ নেন না- এই একি কথা নিত্যদিন বলতে বলতে কার্যত হাঁপিয়ে উঠেছিলেন তিনি। আর সেইকারণেই নিজের চেম্বারে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন তিনি। যদিও এই কাজের জন্য নিজের সহকর্মীদের কাছে যথেষ্ট কথা শুনতে হয়েছে তাঁকে। তাঁর সহকর্মীদের দাবি এইভাবে সাইনবোর্ড লাগিয়ে তিনি সমগ্র ডিপার্টমেন্টকেই দুর্নীতিগ্রস্থ বলে দাবি করছেন। 
Blogger দ্বারা পরিচালিত.