ফের উত্তপ্ত কাশ্মীর, গ্রেনেড ছুঁড়ল সন্ত্রাসবাদীরা
Odd বাংলা ডেস্ক: ফের উত্তপ্ত উপত্যকা। শ্রীনগরের কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের একটি গেটের সামনে গ্রেনেড হামলা চালায় সন্ত্রাসবাদীরা। গ্রেনেড বিস্ফোরণের জেরে বেশকিছু মানুষ আগত হয়েছেন বলেও জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৬ নভেম্বর বিকেলে যখন গ্রেনেড বিস্ফোরণ হয় তখন বেশকিছু মানুষ কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের স্যার সৈয়দ গেটের সামনে দাঁড়িয়ে ছিল। জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তিতে উপত্যকার মানুষদের বিস্ফোরণের আশঙ্কা রয়েছে এমন এনকাউন্টার অঞ্চলে না যাওয়ার অনুরোধ করা হয়েছিল। আর তার ঠিক একদিন পরেই এই আক্রমণেকর ঘটনা ঘটল।
Post a Comment