এই কারনে পুরুষের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে


Odd বাংলা ডেস্ক: শিশুজন্মের হার কমার কারণ কেবল মেয়েদের বয়স-জনিত সমস্যা নয়। বিজ্ঞানীদের মতে, অতিরিক্ত মাত্রায় শিল্পায়িত দেশগুলিতে শুক্রাণুর দৌর্বল্যের কারণ একেবারেই আলাদা। শিল্পপ্রবণ দেশগুলিতে শিশুজন্মের হার কমছে। এর কারণ কেবল মাত্র আর্থ-সামাজিক সমস্যা আর মেয়েদের বয়স-জনিত সমস্যা নয়। এর পিছনে অবশ্যই রয়েছে পুরুষের প্রজনন-সংক্রান্ত স্বাস্থ্যের সমস্যা এবং অবশ্যই পরিবেশ-ঘটিত বিষয়। এই তথ্য সম্প্রতি জানিয়েছেন ডেনমার্ক, ফিনল্যান্ড এবং মার্কিন গবেষকরা। এই বিজ্ঞানীদের মতে, শুক্রাণুর দৌর্বল্য হেতু এই এই প্রজনন-হ্রাস। 

এই দৌর্বল্যের পিছনে তাঁরা পুরুষের শরীরে টেস্টোস্টেরোন হরমোনের স্বল্পতাকেই দায়ী করেছেন। তাঁরা আরও বলেছেন, অতিরিক্ত মাত্রায় শিল্পায়িত দেশগুলিতেই এই সমস্যা বেশি করে দেখা যাচ্ছে। পুং-প্রজনন ক্ষমতা হ্রাসের পিছলে জিন-ঘটিত কারণও রয়েছে। কিন্তু শুধুমাত্র জিনত্ত্ব দিয়ে এর ব্যাখ্যা সম্ভব নয়। গবেষণা থেকে জানা যাচ্ছে, ভ্রূণাবস্থায় যে সব পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় ‘আধুনিক’ মানুষকে, সেই পরীক্ষাগুলিই ভয়াবহ প্রভাব ফেলে তার উপরে। পরবর্তী জীবনে এর কারণেই দেখা দেয় শুক্র-দৌর্বল্য। এখানে বয়সের ব্যাপারটা তেমন গুরুত্বপূর্ণ নয়। তা হলে কি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির ‘এথিকস’ মানুষকে সেই ভগ্নস্বপ্নের পৃথিবীর দিকে, যাকে কেবল দেখা গিয়েছিল কল্পবিজ্ঞান-কাহিনির পাতায়?
Blogger দ্বারা পরিচালিত.