এই হোটেল এক রাতের ঘর ভাড়া মাত্র ৬৬ টাকা, কিন্তু তার জন্য মানতে হবে একটি শর্ত
Odd বাংলা ডেস্ক: জাপানের একটি হোটেলে এক রাত থাকার জন্য ভাড়া নেওয়া হয় মাত্র ১০০ ইয়েন, ভারতীয় মুদ্রায় যার মূল্য ৬৬টাকা। জাপানের ফুকুওকার আশাহি রিওকান-এর হোটেলের ৮ নম্বর ঘরটি অতিথিদেপ মাত্র ৬৬ টাকার বিনিময়ে রাত্রিবাস করতে দেওয়া হয়। কিন্তু এর শর্ত মাত্র একটাই। ওই ঘরে রাখা থাকবে একটি ক্যামেরা, যা সারারাত লাইভস্ট্রিমিং করবে।
সূত্রের খবর, এমনই অফার এই হোটেলে পাওয়া সারা বছরই পাওয়া যায়। কেবলমাত্র ওই একটি ঘরের জন্যই পাওয়া যায় ওই অফার। হোটেলের ওই ঘরে রয়েছে একটি শোওয়ার মাদুর, একটি টিভি, এবং একটি ছোট টেবিল। সেইসঙ্গে রয়েছে একটি ক্যামেরা, যা ভিডিও তুলে তা সরাসরি ইউটিউবে লাইভ স্ট্রিমিং করে।
এই শর্তের পরেও, তাতে রাজি হয়ে এই হোটেলে কিন্তু অনেকেই আসেন। যদিও ওই ঘরের আলো বন্ধ করার অনুমতী দেওয়া হয়। তবে ভিডিওতে ফোন কল বা ব্যক্তিগত কথোপকথন গোপন রাখা হয়। তবে বাথরুমে কোনওরকম ভিডিও করা হয় না।
সূত্রের খবর, ২৭ বছরের তেৎসুয়ার মাথায় এই লাইভস্ট্রিমের বুদ্ধি প্রথম এসেছিল। তার ঠাকুমার হোটেল এটা। এক ব্রিটিশ ইউটিউবার এই হোটেলে থাকার সময় সবকিছু লাইভস্ট্রিম করেন, তাকে দেখেই তেৎসুয়ার মাথায় এই বুদ্ধিটা আসে। তেৎসুয়ার কথায়, তাঁদের হোটেল অনেক পুরনো, তাই হোটেলের নাম প্রচারের জন্য তার নতুন কোনও অভিনব আইডিয়ার প্রয়োজন ছিল। তাই তাঁরা এমন কিছু একটা করতে চেয়েছিলেন যাতে তাঁদের হোটেল নিয়ে সর্বত্রই চর্চা হয়।
আরও পড়ুন- অফিসে সিগারেট না খেয়ে সেই সময়টি কাজে লাগালে, পাওয়া যাবে অতিরিক্ত ৬দিন ছুটি
আরও পড়ুন- অফিসে সিগারেট না খেয়ে সেই সময়টি কাজে লাগালে, পাওয়া যাবে অতিরিক্ত ৬দিন ছুটি
Post a Comment