শীতকালে শিশুদের স্নান করানোর সময়ে মায়েরা এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন


Odd বাংলা ডেস্ক: শীতের দিনে আপনার শিশুকে স্নান করানো একটা বেশ ঝক্কিমুলক কাজ। কারণ অনেক মায়েরই এমন ধারণা হয় যে, ছোট শিশুকে প্রতিদিন স্নান করালে তার হয়তো ঠান্ডা লেগে যেতে পারে, বিশেষত এই সময়ে যখন বাতাসে একটু একটু করে হিমেল হাওয়া বইতে শুরু করেছে। একটু এদিক থেকে ওদিক হলেই শিশুর ঠান্ডা লেগে যেতে পারে। তাই হিমেল দিনে শিশুকে রোজ স্নান করানোর ক্ষেত্রে অনেক সময়েই ভয় পান মায়েরা। কিন্তু এই ভয় থেকে যত তাড়িতাডি সম্ভব এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ বিশেষজ্ঞরা বলেন শিশুদের প্রতিদিন স্নান করানো উচিত। 

একজন নবজাতককে যাদের বয়স এক দিন থেকে ৩০ দিন-এর মধ্যে তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একদিন ছাড়া ছাড়া স্নান করানো যেতে পারে। যাদের বয়স ৩০ দিনের বেশি তাদের প্রতিদিন স্নান করানো উচিত। তবে যেসব শিশুর জন্মের সময়ে ওজন কম এবং ঠান্ডা লাগার বা নিউমোনিয়ার ধাত থাকলে তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্নান করানো উচিত। তবে শিশুকে কখনওই ঠান্ডা জলে স্নান করাবোন না। স্নানের জল যেন ঈষদ উষ্ণ হয়। তবে ৩ থেকে ৫ বছরের শিশুরা সাধারণত স্নান করতে খুব ভালবাসে। একবার জলে হাত দিলে তাদের আর ওঠানো যায় না। কিন্তু এই সময়ে বেশিক্ষণ ধরে তাদের স্নান করাবেন না, ঠান্ডা লেগে যেতে পারে। 

তবে শিশুদের স্নান নিয়ে কয়েকটি বিশেষ বার্তা-

  • শরীর সুস্থ রাখতে শিশুকে প্রতিদিন স্নান করান
  • অতি অবশ্যই জল যেন ঠান্ডা-গরম মেশানো হয়
  • স্নান করার একটি নির্দিষ্ট সময় স্থির করুন
  • শীতকালে বেশিক্ষণ ধরে স্নান কখনওই নয়
  • খুব ঠান্ডার দিনে মাথা না ধুলেও গা খুব ভাল করে স্পঞ্জ করে নিন
  • অবশ্যই শিশুকে দরজা-জানলা বন্ধ ঘরে স্নান করান
  • স্নানের সঙ্গে সঙ্গে খুব ভাল করে তোয়ালে দিয়ে গা ও মাথা মুছিয়ে দিন  
Blogger দ্বারা পরিচালিত.