চার দশক পর আবার সেখানে দেখা গেল বাঘের পায়ের ছাপ, জানেন কোথায়


Odd বাংলা ডেস্ক: নাগপুরের মারাথওয়াড়া এলাকায় প্রায় চল্লিশ বছর পর ফের দেখা গেল বাঘের পায়ের ছাপ। বন দফতরের কর্মীরা হিঙ্গোলি জেলায় একটি কম বয়সী পুরুষ বাঘের আনাগোনা নিশ্চিত করেছে। বনকর্মীরা জানিয়েছেন, জঙ্গলের মধ্যে প্রায় ২০০ কিলোমিটার জায়গা জুড়ে ঘুরে বেড়িয়েছে বলে জানি গিয়েছে। সংলগ্ন পেইনগঙ্গা নদী পেরিয়েই সে জঙ্গলে প্রবেশ করেছে বলে অনুমান করা হচ্ছে। 

প্রসঙ্গত, গত চার দশকে সেই এলাকায় বাঘের চিহ্ন না থাকায়, সেখানে যে আবার বাঘের প্রবেশ ঘটতে পারে সেকথা অনেকেই ভাবতেও পারেননি। তিন বছরের টাইগার সি-১-টিকে পান্ধারকাওয়াডার যাভাতমল জেলার টিপেশ্বর ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি থেকে নিয়ে আসা হয়েছে। নিজের আস্তানা বড় করার পাশাপাশি নিজের সঙ্গীর খোঁজও জারি রেখেছে বাঘটি- এমনটাই জানিয়েছেন বনকর্মীরা। 

প্রসঙ্গত ফেব্রুয়ারি মাসেই ওই বাঘটির গলায় রেডিও কলার পরানো হয়েছিল। যার সূত্র ধরেই বনদফতরের কর্মীরা ওই বাঘটির উপর নজরদারি চালাতে পেরেছে। তবে খাদ্যের অন্বেষনে বাঘটি ইতিমধ্যেই লিন্দে নামক একটি গ্রামে গিয়ে গরুর ওপর আক্রমণ চালিয়েছে, তবে এখনও পর্যন্ত কোনও গ্রামবাসীর ওপর হামলা চালায়নি সে। 


Blogger দ্বারা পরিচালিত.