"আবকি বার প্রদীপ সরকার" বিজেপির শ্লোগান চুরি করল তৃণমূল
রাজ্য ডেস্ক:খড়গপুর বিধানসভা উপনির্বাচনে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রদীপ সরকার। আর তাঁকে জেতানোর জন্য এবারের নির্বাচনী স্লোগান, আব কি বার, প্রদীপ সরকার। অর্থাৎ এবারে প্রদীপ সরকার। ২০১৪ সালের লোকসভা ভোটের সময় ঠিক একই রকম স্লোগান শোনা গিয়েছিল বিজেপির গলায়। সে সময় প্রধানমন্ত্রী মোদীর জন্য নির্বাচনী প্রচারে স্লোগান ছিল আবকি বার, মোদি সরকার। একইভাবে ২০১৯ এর লোকসভা নির্বাচনের সময়ও বিজেপি স্লোগান দিয়েছিল ফির একবার মোদি সরকার কিন্তু এবার এই স্লোগান এর ওপর খাবা বসালো তৃণমূল। বিজেপির শ্লোগান কে কিছুটা এদিক ওদিক করে প্রায় বিজেপির মতন করেই নির্বাচনী প্রচারে স্লোগান দিয়েছে আবকি বার প্রদীপ সরকার।
Post a Comment