গোপন অভিযানে গ্রেফতার নিহত আইসিস প্রধান বাগদাদির দিদি রসমিয়া


Odd বাংলা ডেস্ক : তুরস্কের উত্তর-পশ্চিম সিরায়ার নিহত ইসলামিক স্টেটের নেতা আবু বকর আল বাগদাদীর বড় বোনকে সিরিয়া থেকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এমনটাই খবর তুরস্ক সরকারের তরফে। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে তুরস্কের তরফে জানানো হয়েছে, আইসিস-এ সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল বাগদাদির দিদি। তবে তার সম্পর্কে বিস্তারিত কিছুই জানানো হয়নি। 

বাগদাদির দিদি রসমিয়া আওয়াধ উত্তর-পশ্চিম সিরিায় আইসিস-এর দায়িত্বে ছিলেন। তাঁর বয়স ৬৫ বছর। একটি গোপন অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। আলেপ্পোর আজাজ শহরে পরিবারের সঙ্গেই ছিলেন তিনি। তুরস্কের সরকারের তরফে জানানো হয়েছে, রসমিয়া তার স্বামী, ৫ সন্তান ও পুত্রবধুদের সঙ্গে বসবাস করতেন। বাকি সবাইকেও আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও তাদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হলেও রসমিয়াকে গ্রেফতার করা হয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.