নিয়ম ভেঙে ছট পুজো, রবীন্দ্র সরোবরে ভেসে উঠল মরা মাছ-কচ্ছপ!


Odd বাংলা ডেস্ক: পরিবেশ আদালত নির্দেশ দিয়েছিল যে, রবীন্দ্র সরোবরে কোনওরকম ধর্মীয় অনুষ্ঠান পালন করা যাবে না। কিন্তু পরিবেশ আদালতকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে রবীন্দ্র সরোবরে ধুমধাম করে চলল ছট পুজো উদযাপন। শনিবার ছট পুজো উপলক্ষ্যে রবীন্দ্র সরোবরের গেটের তালা ভেঙে সেখানে ছট পুজো করতে ঢোকেন অসংখ্য মানুষ।

চিরাচরিত নিয়ম মেনে জলে নেমে ছট পুজো করেন পুন্যার্থীরা। আর এর জেরে সরোবরে থাকা জলজ প্রাণীদের যে কী বিরাট ক্ষতি হয়ে গিয়েছে তার প্রমাণ মিলল তার একদিন পরেই। এদিন সকালে রবীন্দ্র সরোবরে প্রাতঃভ্রমণে বেড়িয়ে সাধারণ মানুষের চোখে পড়েছিল সরোবরের জলে ভেসে ওঠা মরা মাছ এবং মরা কচ্ছপ।  

বিষয়টি জানাজানি হতেই সেখানে ঢল নামে পরিবেশ প্রেমীদের। আর সেই কারণেই লেকের জলে ছটপুজোর জন্য জল যে পরিমাণ দূষিত হয়েছে তার জেরে মাছ ও কচ্ছপের মৃত্যু নিয়ে দিল্লির গ্রীন ট্রাইবুনালে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন একাধিক পরিবেশ সংগঠন। আর এই নিয়ে আগামী সপ্তাহেই এই সংক্রান্ত একটি রিপোর্ট তৈরি করে তাঁরা দিল্লিতে এই মামলার আবেদন করবেন বলে ঠিক করেছেন। 
Blogger দ্বারা পরিচালিত.